আহলে-বায়েতের-প্রতি-ভালোবাসার-শিক্ষা-দিচ্ছে-কাগতিয়া-আলীয়া-দরবার

আহলে বায়েতের প্রতি ভালোবাসার শিক্ষা দিচ্ছে কাগতিয়া দরবার

মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ১৩ নং চান্দগাঁও শাখার উদ্যোগে শুক্রবার (২৬ আগস্ট) বাদে মাগরিব হতে শাখার কার্যালয়ে পবিত্র শোহদায়ে কারবালা স্মরনে এশায়াত মাহফিল অনুষ্ঠিত হয়।

শাখার সভাপতি মুহাম্মদ সেলিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন মাওলানা শাহাদাত হোসেন। বক্তারা বলেন, অন্যায় ও অসত্য বিরুদ্ধে এবং সর্বদা সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার কারবালার শিক্ষা বাস্তবায়নে ও আহলে বায়েতের প্রতি পরিপূর্ণ ভালোবাসা পোষণে মুসলমানদের বিশেষত যুব সমাজকে উদ্দীপ্ত করছে কাগতিয়া দরবার। হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হু প্রতিষ্ঠিত কাগতিয়া দরবারে রয়েছে আহলে বায়েতের প্রতি পূর্ণ ভালোবাসায় সিক্ত হতে এই তরিক্বতের অনুসারীদের প্রতিদিন ১১১১ বার দরুদে মোস্তফার পাশাপাশি বায়াতের পর প্রতিদিন কমপক্ষে ১২৫ বার আহলে বায়তের প্রতি দরুদ পাঠের শিক্ষা।

মাহফিলে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ এয়াকুব, আলহাজ্ব মুহাম্মদ হাসান, জাহেদুল ইসলাম,এডভোকেট জাহেদ হোসেন, অধ্যাপক মুহাম্মদ মনিরুল ইসলাম, মাওলানা মুহাম্মদ নুরুল আবছার,মুহাম্মদ মামুন পারভেজ, আলহাজ্ব তৌহিদুল ইসলাম, মুহাম্মদ ইলিয়াস প্রমুখ।

মিলাদ ও কিয়াম শেষে বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মুনাজাত করা হয়।

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক এশায়াত মাহফিল সমূহ