কাগতিয়া-দরবারে-রয়েছে-শরীয়ত-ও-তরিক্বতের-অভূতপূর্ব-সমন্বয়-এবং-কোরআন-সুন্নাহর-পূর্ণাঙ্গ-বাস্তবায়ন

 

নগরীর বাদামতলায় মুনিরিয়া যুব তবলীগ কমিটির এশায়াত মাহফিলে বক্তারাঃ
কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে রয়েছে শরীয়ত ও তরিক্বতের অভূতপূর্ব সমন্বয় এবং কোরআন-সুন্নাহর পূর্ণাঙ্গ বাস্তবায়ন।

গতকাল ১৪ জুলাই শুক্রবার বাদে মাগরিব হতে শোহাদায়ে কারবালা ও হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হুর স্মরণে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর ১৩নং সাবানঘাটা শাখার উদ্যোগে খাঁজা রোড বাদামতলায় মুন্সি বাড়ি জামে মসজিদে এশায়াত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মুন্সি বাড়ি জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মুনিরুল আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ শফিউল আলম ও মাওলানা মুহাম্মদ রকিব উদ্দিন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ হাসান,মসজিদ পরিচালনা কমিটির সচিব ইঞ্জিনিয়ার মুহাম্মদ নাজিম উদ্দিন, নাজিরহাট ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম,আলহাজ্ব মুহাম্মদ শ‌ওকত ইমরান, মুহাম্মদ শোয়েব মিথুন,আলহাজ্ব মুহাম্মদ শহীদুল্লাহ, মুহাম্মদ সেলিম প্রমূখ।

মাহফিলে বক্তারা বলেন, আল্লাহ ও রাসূল প্রেমিক মোমেন হতে হলে শরীয়তের পাশাপাশি তরিক্বত চর্চা করতে হবে। যুগশ্রেষ্ঠ আধ্যাত্মিক মনীষী হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু এর প্রতিষ্ঠিত চট্টগ্রামের কাগতিয়া দরবারে রয়েছে শরীয়ত ও তরিক্বতের অভূতপূর্ব সমন্বয় এবং কোরআন-সুন্নাহর পূর্ণাঙ্গ বাস্তবায়ন।

পরিশেষে দেশ-জাতির উন্নতি-অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় মিলাদ-কিয়াম শেষে বিশেষ দোয়া এবং মোনাজাত করা হয়।

 

 

 

 

গুরুত্বপূর্ণ সংবাদ