অবতরনিকাঃ
আল্লাহ তায়ালা এ বিশ্ব জগতের প্রতিপালক। তিনি মানব-দানবকে একমাত্র তারই এবাদত করার জন্য সৃষ্টি করেছেন। তাই এদেরকে হেদায়তের নিমিত্তে সর্বযুগে সর্বকালে নবীরাসুলদের প্রেরণ করেন।
তার ধারাবাহিকতায় সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী রহমতুল্লিল আলামিনকে কূল কায়েনাতের রাসুল হিসাবে আমাদের নিকট প্রেরণ করে ধন্য করেছেন। তিনি যেমন সমস্ত নবী-রাসুলদের মধ্যে শ্রেষ্ঠ। তার উম্মত ও সমস্ত নবী-রাসুলের উম্মতের মধ্যে শ্রেষ্ঠ। তাই এই উম্মতের শ্রেষ্ঠত্বের বৈশিষ্ট্য হল, বিশ্বের আভ্যন্তরীণভাবে ব্যবস্থ্পানা ও পরিচালনার বিভিন্ন দায়িত্ব আল্লাহ তায়ালা প্রদান করেছেন আউলিয়ায়ে কেরামকে, অর্থাৎ এ উম্মতের বৈশিষ্ট্য হল, সর্বযুগে কুতুব, আবদাল, আওতাদ, নোজবা, নোকাবা ও অন্যান্য আউলিয়ায়ে কেরাম বিদ্যমান থাকেন।
এদের একটি কেবিনেট বা সংসদ থাকে, এর প্রধান যিনি হন তাকে কুতুব, কুতুবুল আকতাব, গাউছ ও গাউছূল আজম বলা হয়। কিন্তু বর্তমানে কিছু সভা-সেমিনার ও পত্র-পত্রিকায় দেখা যায় যে, গাউছূল আজম জিলানী (রাঃ) হতে ইমাম মাহদি পর্যন্ত গাউছুল আজম শুধু একজন থাকবেন। তাই প্রকৃত সত্য যাচাই করে ধর্ম পরায়ন মুসলমান ও অলিপ্রেমিক সুন্নী জনতার সামনে সত্যকে তোলে ধরাই আমাদের ইচ্ছা।