যুগের চাহিদায় নবীদের আগমন ছিল প্রাসঙ্গিক
যুগের চাহিদার নিরিখে নবীদের আগমন ছিল প্রাসঙ্গিক
কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরিফের মোর্শেদ আওলাদে রাসুল হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী বলেছেন, মহান আল্লাহ ভালোবেসে মানুষকে সৃষ্টি করেছেন। মানবজাতি যেন বিষয়টি ভুলে না যায়, এ জন্য আল্লাহ যুগে যুগে নবী-রাসুলদের পাঠিয়েছেন। সময়ে সময়ে আসমানি কিতাবও নাযিল করেছেন। যুগের ভয়াবহতা এবং চাহিদার নিরিখে নবীদের আগমন ছিল যৌক্তিক এবং প্রাসঙ্গিক। যেমন আইয়্যামে জাহেলিয়াতের সময় নবীদের নবী, খোদার হাবিব হযরত মুহাম্মদ মোস্তফা (দ) এ ধরায় এসেছেন। নবীজির পর মহান এ দায়িত্ব নবীর ওয়ারিশগণ পালন করে আসছেন। কালের পরিক্রমায় আমরা পেয়েছি এমন এক মহান ব্যক্তিত্বকে, যিনি মকামে গাউছিয়্যতে আসীন হয়েছেন খলিফায়ে রাসুলের মর্যাদা পেয়েছেন। গতকাল শনিবার চট্টগ্রাম বায়েজিদস্থ কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরিফ কমপ্লেক্সে ৬৯তম জশ্নে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও সিনেট সদস্য ও মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের সিনিয়র সহসভাপতি প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে মাহফিলে বক্তব্য রাখেন মাওলানা মো. জসিম, মো. এরশাদ হোসাইন, বীর মুক্তিযোদ্ধা ছরওয়ার কামাল, খোরশেদুল আলম ও বীর মুক্তিযোদ্ধা ছিদ্দিকুর রহমান প্রমুখ।
মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের উদ্যোগে পবিত্র জশ্নে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ) মাহফিল উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল পবিত্র খতমে কোরআন, ঈদে মিলাদুন্নবী (দ) শীর্ষক সেমিনার, বাদআসর তরিক্বতের বিশেষ পদ্ধতিতে ফয়েজে কোরআন প্রদানের মাধ্যমে নূরে কোরআন বিতরণ। বাদে নামাজে মাগরিব ফাতেহা শরিফ আদায়, ইছালে ছাওয়াব, রাসুল পাক (দ) এর সুন্নাত তরিক্বায় বায়আত (যারা বায়?আতের নির্দিষ্ট ছবকপ্রাপ্ত), মোরাকাবা ও জিকিরে গাউছুল আজম মোর্শেদী। বাদে এশা মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেবের নুরানি তক্বরির মোবারক, মিলাদ, কিয়াম, আখেরি মোনাজাত এবং তাবাররক বিতরণ করা হয়।
মিলাদ ও কিয়াম শেষে প্রধান অতিথি দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি, অসহায় নির্যাতিত মুসলমানদের হেফাজত এবং দরবারের প্রতিষ্ঠাতা গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন।