বাহরাইনে মুনিরীয়া যুব তবলীগ কমিটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা, খলিলুল্লাহ, আওলাদে মোস্তাফা, খলিফায়ে রাসুল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ঈছালে ছাওয়াব ও দরবারের মহিয়সী রমণী জামানার রাবেয়া বসরী রুহানী আম্মাজান (রহ.) এর সালানা ওফাত শরীফ এবং মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ বাহরাইন শাখা।
গতকাল (২২এপ্রিল) শুক্রবার, বাহরাইনের রাজধানী মানামা সিটির বাব-আল বাহরাইন সিটি পয়েন্ট হোটেলে, বাহরাইন শাখার সভাপতি মুহাম্মদ মফজল আহম্মদ এর সভাপতিত্বে ও শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রাশেদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ক্লাব বাহরাইনের সভাপতি ও বাহরাইন বাংলাদেশ স্কুলের পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ শফি উদ্দিন সি,আই,পি।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মাননীয় মহান মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলি ছাহেব হচ্ছেন আওলাদে রাসুল (দ.)। তিনি হচ্ছেন মানুষের পথ প্রদর্শক, উনাদের দেখানো পথে ও মতে আমাদেরকে চলতে হবে। পাশাপাশি তিনি কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের ভূয়সী প্রশংসা করে বলেন, ভবিষ্যতে এ সংগঠন আরও অনেকদূর এগিয়ে যাবে সে প্রত্যাশা করি। এছাড়াও তিনি বাহরাইন সরকারের সকল আইনকানুন মেনে চলতে প্রবাসীদের প্রতি অনুরোধ করেন।
মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বিয়ন মানি, ব্যাটেলকো ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এর ম্যানেজার, কমিউনিটি ব্যক্তিত্ব মুহাম্মদ মাজহারুল ইসলাম বাবু, বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইন এর সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মুহাম্মদ মকবুল আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মুহাম্মদ দিদারুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মুহাম্মদ নাছের, বিশিষ্ট সমাজ সেবক মুহাম্মদ শামসুদ্দীন, বিশিষ্ট সমাজ সেবক ডাক্তার মুহাম্মদ ইউসুফ।
বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও, বাহরাইন শাখার সম্পাদক ও সদস্য এবং প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে, বাব-আল বাহরাইন সিটি পয়েন্ট হোটেল ছিল কানাই কানাই পূর্ণ।
সমাপনি বক্তব্যে বাহরাইন শাখার সভাপতি মুহাম্মদ মফজল আহম্মদ বলেন, মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ একটি আধ্যাত্মিক সংগঠন। এ সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, মাননীয় মহান মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলি ছাহেব হচ্ছেন এ নষ্ট বিশ্বের একজন শ্রেষ্ঠ সংস্কারক। যার কল্যাণে আজ সুদুর বাহরাইনে থেকেও ধর্মের পথে ও মতে এবং প্রিয় নবীজির আদর্শে জীবনযাপন করার নির্দেশনা পাচ্ছি। তাই তিনি কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের সংগঠন মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ একটি বিরল নিয়ামত বলে মন্তব্য করেন। এসময় তিনি পূত পবিত্র এ মাহফিলে এসে গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত করায় অতিথি বৃন্দ ও প্রবাসীদের ধন্যবাদ প্রদান ও তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
পবিত্র কোরআন থেকে তেলোয়াত, নাতে মোস্তাফা (দ.) ও কছিদা শরীফ পড়ে শুরু হওয়া মাহফিল, পরিশেষে মিলাদ কিয়াম ও দেশ জাতির কল্যাণ, উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধি ও মাননীয় মহান মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলি ছাহেবের হায়াতে আবেদী, শেফায়ে দায়েমি কামনা এবং হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে পূত পবিত্র এ মাহফিলের সমাপ্তি হয়।