ঐতিহাসিক এশায়াত সম্মেলন ২০২২
কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা, খলিলুল্লাহ, আওলাদে মোস্তাফা, খলিফায়ে রাসূল (দ.)
হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হুর
বাণী
হে যুবক! নামাজ পড়, রোজা রাখ, নবী করিম (দ.) এর উপর দরুদ পড়, মাতৃভূমি শান্ত কর ।
আওলাদে রাসূল(দ.) হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেবের
বাণী
তরিক্বত আমাদের রাস্তা, মোর্শেদ গাউছুল আজম আমাদের পথ প্রদর্শক, ধৈর্য আমাদের ইউনিফর্ম, খুলুছিয়ত আমাদের অস্ত্র, তরিক্বতপন্থীরা আমাদের আপন ভাই, এশায়াত সম্মেলন আমাদের ঈদ, মজিলে মকছুদ আমাদের লক্ষ্য ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ্,
মহান আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ সৃষ্টি করে তাদের হেদায়াতের জন্যে যুগে যুগে অসংখ্য নবী ও রাসুল প্রেরণ করেছেন। সকল নবী ও রাসুল আল্লাহর বিধান অনুসারে জীবন পরিচালনার জন্যে মানবজাতিকে আহবান করেছেন। তাঁরা মানুষকে চিরস্থায়ী সুখ শান্তির পথ প্রদর্শন করেছেন। সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মোস্তাফা (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর কিয়ামত পর্যন্ত তাঁর উম্মতের মধ্যে এক বিশেষ শ্রেনীর মনিষীগণ দ্বীন ইসলামের প্রচার ও প্রসার করবেন। তাঁরা রাসূল (দ.) এর প্রতিনিধি এবং তাঁদেরকে গাউছ,গাউছুল আজম, কুতুব,কুতুবুল আকতাব, মোজাদ্দিদে জামান বলা হয় । এ সকল ক্ষণজন্মা মহাপুরুষ একের পর এক কিয়ামত পর্যন্ত আসতে থাকবেন। একবিংশ শতাব্দীতে ইসলাম ও মুসলমানদের ক্রান্তিকালে আমরা পেয়েছি একজন মুজাদ্দিদে জামান, আওলাদে মোস্তাফা, খলিফায়ে রাসুল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হু। যিনি প্রতিষ্ঠা করেন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ ও মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এবং পথভ্রষ্ট মানুষকে হেদায়তের জন্য প্রবর্তন করেন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ তরিক্বত। এ মহামনীষী পৃষ্ঠপোষকতা করেন কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ মাদরাসা এবং প্রতিষ্ঠা করেন অসংখ্য দ্বীনি প্রতিষ্ঠান। ২৬ শে রজব ১৪৩৭ হিজরী, ৪ মে ২০১৬, বুধবার পবিত্র মিরাজের দিনে লক্ষ লক্ষ তরিক্বতপন্থী ও মুহিব্বিনকে শোকসাগরে ভাসিয়ে এ মহামনীষী শ্রষ্ঠার সান্নিধ্যে চলে যান। বর্তমানে তরিকত ও মাদরাসার সকল কাজের আঞ্জাম দিয়ে যাচ্ছেন তাঁরই একমাত্র প্রতিনিধি আওলাদে রাসূল (দ.) হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী। তিনি পুরুষ অনুসারীদের সামনা সামনি বসিয়ে তাওয়াজ্জুহ্ প্রদান করেন এবং মহিলা অনুসারীদেরকে স্বীয় খানকাহ্ শরীফ থেকে পৃথিবীর যে কোন প্রান্তে তাওয়াজ্জুহ্ নিক্ষেপ করে্ন, পবিত্র কোরআনের ফয়েজে স্বীয় অনুসারীদেরকে পবিত্র করেন।
তরিক্বতের এই সোনালী শাশ্বত ব্যবস্থাপনার পয়গাম মুসলিম মিল্লাতের নিকট পৌঁছে দেওয়ার জন্য মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ আগামী ০২ ডিসেম্বর ২০২২ শুক্রবার বাদে জুমা হতে ঢাকা গুলিস্থান কাজী বশির মিলনায়তন সম্মুখস্থ ময়দানে আয়োজন করেছে ঐতিহাসিক এশায়াত সম্মেলন ২০২২ ।
আসুন! মুসলিম ভাইয়েরা, ঐতিহাসিক এশায়াত সম্মেলনে উপস্থিত হয়ে শরীয়ত ও তরিক্বতের বাস্তব জ্ঞানার্জন করে আল্লাহ ও নবীপ্রেমিক হিসেবে নিজেদেরকে গড়ে তুলি এবং খলিলুল্লাহ্, আওলাদে মোস্তাফা, খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হুর ফুয়ুুজাত ও বারাকাত অর্জন করি। আমিন! ছুম্মা আমিন !!
সালামান্তে
আহবায়ক
এশায়াত সম্মেলন বাস্তবায়ন পরিষদ।
The message of the Founder of Kagatiya Aliya Gauchul Azam Darbar Sharif, Khalilullah,
Awlade Mustafa, Khalifa-e-Rasool (D.) Hazrat Shaykh Syed Gauchul Azam (Radiyallahu Anhu) -
O youth! Perform Salah, fast, bless the Prophet (pbuh), and pacify the motherland.
The message of the Honorable descendant, of the Prophet (PBUH) Hazratulhajj Allama Principal Shaykh Syed Morshed-e-Azam Maddazilluhul Ali -
Tariqat is our way, Morshed Gaushul Azam is our guide, Patience is our uniform, Khulushiyat is our weapon, all of the followers are our brothers, the Eshayat conference is our Eid, Manjil-e-Maksud is our goal.
Assalamu Alaikum Wa Rahmatullah,
Almighty Allah created people on earth for their guidance and sent many prophets throughout the ages Rasul (PBUH). All the Prophets and Messengers (PBUH) invited mankind to lead their lives according to the law of Allah (SWT). They have shown people the way to eternal happiness and peace. After the departure of the last and greatest prophet, Hazrat Muhammad Mustafa (d.), his ummah, among them, a special category of scholars is promoting and expanding the religion of Islam and this will continue until the Day of Judgment. They are the representatives of Rasool-e-Kareem (PBUH) and they are called as Gauch, Gauchul Azam, Qutub, Qutubul Aktab, Mojaddid-e-Zaman. All these most distinguished saints would born one after the other and this would continue until Judgement Day. We have got a Mujaddid-e-Zaman, an Awlade Mustafa, a Khalifa-e- Rasool (PBUH) Hazrat Shaykh Chayyed Gaushul Azam (RA) in the twenty-first century during the transition period of Islam. Who established Kagatia Alia Gauchul Azam Darbar Sharif and Muniriya Jubo Tabligh Committee Bangladesh and introduced the Kagatia Alia Gauchul Azam Darbar Sharif Tariqat to guide the misguided people. At the same time, to preach the religion of Islam from house to house in the Muslim nation, to develop Haqqani scholars established the Kagatiya Eshatul Uloom Kamil MA Madrasah along with numerous religious institutions. On 26th Rajab 1437 Hijri (May 4, 2016), Wednesday during the glorious moment of the Holy Mi'raj, he left this earthly life to meet our great creator by leaving millions of Tariqat Followers and Lovers in great grief. All the work is being carried out at present by his only successor Awlade Rasool (PBUH) Hazratulhaj Allama Principal, Shaykh Syed Honorable Morshede Azam Maddazilluhul Ali. He transmits tawajjuh to his male followers upon face to face and his female followers receive the same by Tawajjuh bil gayeb, which means Morshede Azam transmits to the place of the female followers anywhere in the world from his very own khankah sharif. To bring the message of this golden eternal governance of tariqat to muslim millat, Muniriya Jubo Tabligh Committee Bangladesh has arranged the historical Eshayat Conference on 02 December 2022, friday after the Jummah.
Come, O! Muslim brothers, let’s attend the historic Ishayat conference to become the true lovers of Allah and his Rasool by gaining the true knowledge of shariyah and Tariqat and achieve the Fuyuzat and Baraqat of Khalilullah, Awlad-e-Mustafa, Khalifa-e-Rasool (PBUH) Hazrat Shaykh Syed Gaushul Azam (RA).
Amen! Summa Amen!!
Regards,
convener
Ishayat Conference Implementation Council.